কনস্টেবল মোশারফ হোসেনের মানবিক মুখ, বীরভূমের বুকে

Spread the love

কনস্টেবল মোশারফ হোসেনের মানবিক মুখ, বীরভূমের বুকে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
একসময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয়তার অভিযোগের তীর ছোড়া হয়েছে। পুলিশকে সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দেখা হয়েছে। কিন্তু সময়ের পটপরিবর্তনে পুলিশ এখন জনসংযোগ বৃদ্ধি থেকে জনগণের বন্ধু হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক কাজের নিরিখে। সেরূপ ফের একটা দৃষ্টান্ত তথা পুলিশের মানবিক মুখের নজির স্থাপন করেছেন সিউড়ী থানার এক কনস্টেবল। জানা যায় যে,
৮ ই অক্টোবর বিকালে জেলা সদর শহর সিউড়ীতে ডাক্তার দেখাতে এসেছিলেন বীরভূম জেলার খয়রাসোল থানার পাঁচড়া গ্রামের ৫৫ বছর বয়সী সুখেন বাদ্যকর।টোটো থেকে নামার সময় অসাবধানতাবশত নীচে পড়ে যায়। এদিকে টোটো চালক ভয়ে সেখান থেকে আহত অবস্থায় ছেড়ে পালিয়ে যায়।
একজন অসহায় অবস্থায় ছেড়ে পালিয়েছে তো কি হয়েছে উপরওয়ালা আহত ব্যক্তির সাহায্যার্থে বিকল্প ব্যবস্থাও করে রেখেছেন। যার প্রেক্ষিতে স্বয়ং পুলিশের এক কনস্টেবল আহত ব্যক্তির সাহায্যার্থে এগিয়ে আসেন। দেখেন গুরুতর ভাবে চোট লাগা অবস্থায় পড়ে আছে।পা এবং হাত ভেঙে গেছে | রাস্তায় প্রায় অনেকক্ষণ ধরে অজ্ঞান অবস্থায় কাহিল । রাস্তার ধারে পড়ে থাকলেও কেউ কিন্তু সহযোগিতার জন্য এগিয়ে আসেন নি। সেই সময় সিউড়ি থানা থেকে ডিউটি সেরে ঝোরামাঠ গ্রামের বাসিন্দা তথা সিউড়ী থানার কনস্টেবল মোশারফ হোসেন তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে জল দিয়ে জ্ঞান ফেরান এবং
তড়িঘড়ি স্থানীয় সিউড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেন। পরবর্তীতে আহত ব্যক্তির বাড়ির লোকের সাথেও যোগাযোগ করিয়ে দেন। আত্মীয়স্বজনদের আসতে দেরি হচ্ছে দেখে নিজেই দাঁড়িয়ে থেকে এবং স্ট্রেচারে নিয়ে গিয়ে হাতের এক্সরে করান।
পুলিশ কনস্টেবল মোসারফ হোসেনের এরূপ মানবিক দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন আহতের পরিবার পরিজন সহ স্থানীয় লোকজন। সাথে সাথেই প্রশাসন মহল ও গর্বিত কনস্টেবলের মানবিক পরিচয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *