ইচ্ছে প্রদীপ
দেবস্মিতা রায় দাস
তোর জন্য হাসতে রাজি
তোর আকাশে বাঁচতে রাজি
তোর জন্য স্বপ্নরঙে
পাতায় পাতায় সাজতে রাজি।
জীয়নকাঠির এক টানেতে
সাত সুরেতে ধরল বাজি
কথায় কথায় ছন্দ ঝড়ায়
গন্ধে তারি মাতলো সাজি।
যেদিকপানে তাকাই এসে
সেদিকপানেই তোর হাতছানি
মনমাঝারে কিসের তুফান
উঠল হঠাৎ আমি ই জানি।
হৃদয়মাঝে মাদল বাজে
অর্থ তার মন জানে যে
প্রেমের গানের মালা গেঁথে
গন্ধে পুষ্পে ভরল সাজি।।