কিসের ভাবনা,
শর্মিষ্ঠা মাজি,
হবে না পুজো নষ্ট এবার
আনন্দ আসবে ফিরে ,
যতই বিছাক করোনা জাল
আতঙ্ক কে ঘিরে।
ফুটছে শিউলি ,দুলছে কাশ
শরত হাওয়ায় বইছে আশ,
উবে যাবে সমস্ত ভীতি
হবেনাক কারো ক্ষতি।
যতই ছড়াক মারণ ভয়
আছে শিউলির সুগন্ধ
এই কটাদিন পাড়ায় পাড়ায়
কুড়াবো পুজোর আনন্দ।
ঢ্যাং কুরা কুর বাজছে ঢাক
নতুন জামা নাই বা থাক,
সাজবে এবার সবার নাক
ঢ্যাং কুরা কুর বাজুক ঢাক ।
অবাক হয়ে ভাবছি সবাই
করোনার একি ফন্দি,
জীবন বাচার মাস্ক পরে কি
জীবন হবেই বন্দি !