ঘুর্ণি ঝড়
—————–
সৌমেন হোড়
ঘুর্ণি ঝড়ের শুন্য বাতাস
ঘুরছে যে শুন্য পাকে।
দানবের দানবিয় শ্বাস্
নিচ্ছে ঢেকে বিশ্বটাকে।
সবাই তখন চেঁচিয়ে উঠে
বলছে বাঁচাও বিশ্বটাকে।
মুনির মত, মন ভাব
আবার যেন উঠে আসে।
সূর্য্যের তাপ রাশি,
শিশুর মুখের হাসি,
যেন নাহি যায় মিলায়ে।
শিশুরাই দেবে ,
বিশ্বযুদ্ধের
দামামা বাজায়ে।
হবে স্মরণিয়,
কেড়ে লয়ে,
সকলের মন।
ওঁ শান্তিঃ ওঁ…