দৃশ্যভ্রম,
শর্মিষ্ঠা দত্ত,
নদীর কোলে
পাল তুলে,
জোয়ার জলে
সব ভুলে-
চলছি আমি
চলছে মাঝি।
হঠাৎ দেখি
দূরের ডিঙি –
থেমে আছে
নোঙর টানি।
কৌতূহলে সুড়সুড়ি
লাগলো মনে ,
নৌকাখানি নিলাম টেনে
ডিঙির পানে।
খাচ্ছে ডিঙির মাঝি
অপার সুখে-
আলোকজ্যোতি ছড়িয়ে আছে
চোখে মুখে।
ভাতের সাথে ডিমটি নিয়ে
খাচ্ছে মাঝি ঘাড় দুলিয়ে।
ডিমটি তাহার আস্ত কেনো
বাড়িয়ে দিলো প্রশ্ন যেন।
বাইনোকুলার চোখে নিয়ে
কৌতূহলের নিরসনে,
ডিম নয়গো সাদা পাথর-
অবাক হ’লাম দরশনে।
ডিম ভেবে খাওয়াটাকে
এগিয়ে নিয়ে মাঝি,
খুশীমনে হাল ধরেছে
নতুন ভাবে সাজি।