নতুন অক্ষরের কাছে
শ্যামল রায় – নবদ্বীপ,
নতুন অক্ষরের কাছে
যাব বলে
পড়ন্ত বিকেলে ও হেঁটে যাচ্ছি
গন্তব্যস্থল হবে
একটা সকাল দেখার জন্য।
ভরসা ও আস্থা রেখে এগিয়ে যাচ্ছি—-
রাক্ষসীর নখগুলো সরিয়ে
জুঁই ফুলের বাগান খুঁজে নিতে।
এগিয়ে যাচ্ছি কবিতারা আঁচলে বসব
তোমার হাতের আঙ্গুল গুলো
যেন রোমান্টিকতা স্পর্শ করে।
আমি দেখছি সম্পর্কহীন ভালোবাসা
জলহীন জলাশয়
মাটিহীন শিকড়।তবুও
আমাদের গন্তব্য স্থল হোক নির্ভেজাল ভালোবাসার বুকে।
চারপাশে চিতা জ্বলছে
শুনছি কান্নার চিৎকার
কাজ চাই ভাত দাও
স্বপ্ন দেখে বাঁচি—
হাঁটছি দৌড়াচ্ছি পড়ন্ত বিকেলে
গন্তব্যস্থল হবেই হবে
ঠিকানাটা সকাল বেলার
ঠিকানাটা সকালবেলার।