নষ্ট প্রেম
ইন্দ্রানী গুপ্ত,
নিঝুম রাতের বিশ্বাস
আমার অক্লান্ত লেখায় বেঁচে আছে,
শেষ রাতের কবিতা আমি,
কলমে ছুঁয়ে নামি,
অঙ্গে আমার শ্বেত বসন,
তোমার প্রতিটা চুম্বনের হিসাব রাখি,
ওষ্ঠে আমার ধুম্র বিষ,
মদিরা আমার আঙ্গুল ছোঁয়া,
চন্দ্রিমা সাক্ষী,
বিশৃঙ্খলার দাবি জানায় নগ্ন শরীর,
বাকি সব যে ধোঁয়াশায় ভরা,
তবুও তোমাকেই বলে যাব,
কি যে এক দীর্ঘ রাত আমি হেঁটে গেছি
বিরান পথে,
সেই ভুলে ভরা গল্প,কড়া নেড়ে গেছি ভুল দরজায়,
ছুঁয়ে কান্নার রঙ,ছুঁয়ে জোছনার ছায়া,,
জানো প্রিয় শেষ রাতের লেখা বাঁচতে শেখায়,
স্মৃতিগুলো রাত জাগায়,
আসলে জোছনা করেছে আড়ি,
আসেনা আমার বাড়ি…
আমার প্রেম হয়েছে নষ্ট
হৃদয় পেয়েছে কষ্ট,
থাক ওই সব কথা,
যখন আসবেই না তুমি
হে প্রিয়তম,মোর ঘড়ে,
তবে
আমাকে একটু একলা থাকতে দাও,
উপরে দেওয়া সব ক্ষোভ-প্রেমে,
শব্দ যাপনের মাঝরাতে,
তোমার প্রেমিকা হবার শখ যে গেল ঘুঁচে……
আমার প্রেমের নেই কোনও মূল্য,
আমি তোমার কাছে তাই অমূল্য,
তাতে কি
আছে যে একটা মস্ত বড়ো আকাশ,
আকাশের মাঝে আছে কত তারা,
রাতের শেষে সব তারারাই প্রশ্ন করে কষ্ট পেওনা, প্রেম কখনও নষ্ট হয়না,প্রেম সত্য,প্রেম চিরন্তন,প্রেম সুন্দর ,আরও বলে প্রেম সত্যি এই ছাড়া আর কিছু চাও??
আমি শুধুই বলি হেসে,ভালোবেসে যেটা দেবে দাও, তারাদের এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক ভোরের আলোয় নতুন আলোক রশ্মি হয়ে ভুবনডাঙ্গার মাঠে…