নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শর্মিষ্ঠা মাজি র লেখা
শ্রদ্ধাঞ্জলী
প্রলয়ের নটরাজ,
শর্মিষ্ঠা মাজি,
আজ বিদ্রোহ চারিদিকে
খেয়ালি ভাইরাস করেছে গ্রাস
ভীতির সাহারা উদার আকাশ।
ওঠো জ্বালো বিদ্রোহের আলো
শিকল ছিঁড়ে প্রতিবাদ তোলো,
কৃষক কন্ঠে ভাটিয়ালী সুর
জারি গান,বিহুসুর, লালপাড় শাড়ি
চারিদিক উচ্ছল,
এসো কবি বিবেকের বিদ্রোহী ফুল।
গাও কন্ঠভরে শেকলভাঙ্গার গান
ফিরে পেতে মানবতার সম্মান।
গরীবের ঘরে জন্ম নিয়ে
দু:খুমিঞার তিলক পরে,
জ্বেলেছিলে দিকেদিকে অগ্নিস্ফূলিঙ্গ
ধূমকেতুর রঙ মহলে
মিশকালো আকাশের কোলে।
বাঁশির সুরে আওয়াজ তুলে
নিপীড়িতের বুকে বাজিয়ে দামামা,
ভেঙেছিলে কারার লৌহকপাট
ন্যায়ের লড়াইয়ে কভু হয়নিক থামা।
তুমি চির বিদ্রোহী তাজা ফুল
চলার পথে তোমার হয়নিক ভুল,
তোমার কলমে ঝরে প্রেমের পরাগ
গানের সুরে বাজে মাভৈ মাভৈ
প্রিয়ার হৃদয়ে জাগে রাগ অনুরাগ।
ভেঙে তুমি করেছিলে খানখান
সমাজে ঠুনকো জাতের বিচার,
বিধির বিধানে নাড়ি পুরুষ দুই জাত
বাকি সব করেছিলে উৎখাত।
এনেছিলে সাইক্লোন সেজে
মহাপ্রলয়ের বিদ্রোহী নটরাজ
উড়িয়ে দিয়ে মহাসত্যের নিশান
চরাচরে বিরাজে তোমারই জয়গান।