সত্যিকারের তুই,
দেবস্মিতা রায় দাস,
তুই নষ্ট তুই কুলটা….
সিঁদুর পড়িস না, শিবরাত্রি করিস না..
পতিব্রতার মতোন ঘোমটা কই,
হাতে কিছু নেই.. নূপুর তাও এক পায়ে! একি!!
কই দেখি,,
আগ্রহী কয়েকশো চোখ শুধু তোরই দিকে….
সর্বনাশী টান তোর..
যদি কেউ বা উত্তাল হয়, দোষ তো তোরই, তোর নজরের, তোর পোশাকের..
অতো টান কেন হবে?
সত্যি কি তাই??
নিজের ইচ্ছামতন স্বাধীনভাবে চলাফেরা….
মুক্ত পাখির ছন্দে গা ভাসানো..
মুক্ত আকাশের মতো সুন্দর হতে চাওয়া..
নিজের সব ইচ্ছাকে আকাশে মেলে দেওয়া….
এই ‘তুমি’ টাই
কি তবে সব দোষে দুষ্ট??
আর, নিজেদের ছকে বাঁধতে না পেরে বাকিরা তবে কি খুব রুষ্ট??