হায়না,
দিলীপ রঞ্জন ভাদুড়ী,
চাইব কেন মেঘের পানে
বৃথা কেন কাঁদব বল,
চোখের জলের বন্যা এখন
কেন চাইব,মিছেই ফল!
হায়না এখন পথে ঘাটে
মানুষ এখন পশুর দল,
সমাজসেবীর চোখে ঠুলি
পায়না দেখতে বিষ্ঠা মল।
সবাই এখন নাটক করে
ঝগড়া ঝাঁটির নেই যে শেষ,
দোষ করলে শাস্তি পাবে
জোড় গলায় বলছে, মেষ।
কেউ মানেনা ধর্ম কর্ম
নেই যে কারো পাপের ভয়,
তাই তো দেশের চার প্রান্তে
পাহারাদার বসাতে হয়।
চাষ বাস সব গেছে
দাবদাহে জ্বলছে দেশ,
সমাজপতিরা আছেন ভালো
দেখতে তাঁরা সজাগ বেশ।