সেখ নিজাম আলম ,
এলাকার বামপন্থী আন্দোলনের দুই সৈনিক কমরেড বিভূতি মুর্মু গত ২৬ শে আগষ্ট এবং পাঁচু সরেন গত ২২ শে সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। এই দুই প্রয়াত কমরেড কে স্মরণ করার জন্য কেটনা হলদিডাঙ্গায় স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।
স্মরন সভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সুকুমার দাস, সোম হেমরম।
এই সময় মোদী মমতার সরকার কিভাবে গরীবের উপর বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের উপর
বুলডোজার চালাচ্ছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা কৃষক সভার সম্পাদক কমরেড সৈয়দ হোসেন। সভাপতিত্ব করেন কমরেড সুকুমার দাস।