কয়লা খনিতে বিস্ফোরণে মৃত- ৬,আহত তিনজন, বীরভূমের খয়রাসোলে

Spread the love

কয়লা খনিতে বিস্ফোরণে মৃত- ৬,আহত তিনজন, বীরভূমের খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডে এর খোলামুখ কয়লা খনিতে হটাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পার্শ্ববর্তী সমগ্র গ্রাম এলাকা।ঘটনাটি সোমবার সকাল দশটা নাগাদ ঘটে।জানা যায় যে,অন্যান্য দিনের ন্যায় এদিনেও কয়লা খনিতে ব্যবহৃত বিষ্ফোরক ও জিলেটিন স্টিক ভর্তি গাড়ি খাদানের সামনে পৌঁছে এবং কয়লা ভাঙার জন্য হোল তথা গর্তের মধ্যে জিলেটিন ভরার সময় অসাবধানতাবশতঃ বিস্ফোরণ ঘটে। যার ফলে বিষ্ফোরক ভর্তি গাড়ি যেমন ছিন্ন ভিন্ন হয় পাশাপাশি গাড়ির কাছাকাছি থাকা কর্মরত শ্রমিকদের দেহও ছিন্ন ভিন্ন হয়ে পড়ে।বেশ কয়েকজনকে গুরুতরভাবে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা।যদিও তখন পর্যন্ত সাতজনের মৃতদেহ শনাক্ত করা গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু শরীরের মাংসপিণ্ড। তাই সঠিক ভাবে কেউ বলতে পারেন নি মৃতের সংখ্যা। মৃত শ্রমিকেরা বেশিরভাগ খাদান লাগোয়া আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।এতবড় দুর্ঘটনা কিভাবে ঘটল?ধন্দে রয়েছেন এলাকাবাসী। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।বিস্ফোরণের ঘটনায় এলাকা উত্তেজনা রয়েছে চরমে।শেষ পাওয়া খবরে জানা যায় সাতজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের নাম অমিত সিং, জয়দেব মুর্মু, রবিলাল মুর্মু, জুডু মারান্ডি, মঙ্গল মারান্ডি, সোমলাল হেমরম ও পলাশ হেমরম।
ঘটনায় যেসব শ্রমিক মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে নবান্ন।
সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানান এটি একটি খুব দুঃখজনক ঘটনা। যেসব শ্রমিকরা মারা গেছেন তাদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *