কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হল তালডাংরা বিধানসভার উপনির্বাচন
। সাধন মন্ডল , বাঁকুড়া:—–দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১৩ই নভেম্বর বুধবার তালডাংরা বিধানসভার উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হল। এই নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভা এলাকায় সেরকম বড় কোন ঘটনার খবর নেই দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবারের ভোট ছিল সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটাপর্যন্ত ফলে ভোট ভোটদাতা ও কর্মীদের মধ্যে একটু ইতস্তত ভাব লক্ষ্য করা যায় কারণ নভেম্বর মাসে সন্ধ্যা ছটা মানে অন্ধকার। প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট কর্মীরা তাদের ভোট গ্রহণ করা ভোট বাক্স ও ভোটিং মেশিন নিয়ে সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় ডি সি আর সি সেন্টারে জমা দেওয়ার জন্য পৌঁছেছেন। ব্যাপক পুলিশের নিরাপত্তা রয়েছে বিধানসভা এলাকা জুড়ে। ভোটকে কেন্দ্র করে বিধানসভা এলাকার ছটি এলাকা চেকিং পয়েন্ট ছিল রাজ্য পুলিশের তরফে এলাকায় যাতে কোনরকম অশান্তি না ঘটে তার জন্য পুলিশ ছিল সদা তৎপর। তালডাংরা বিধানসভায় মোট ২৬৪ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় রয়েছেন ২২ কোম্পানি কেন্দ্রীয় পুলিশ ও রাজ্য পুলিশ ১৫৮৪ জন এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৪৯৭ জন। ভোটে প্রতিদ্বন্দিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন ব্যক্তি। ভোটগ্রহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ১২৬৮ জন ভোট ভোটকর্মী সজাগ ছিলেন।
এবারের উপ নির্বাচনে অভিনব একটি উদ্যোগ নিয়েছিল নির্বাচন কমিশন বেশ কয়েকটি বুথে মডেল বুথ হিসেবে সুন্দরভাবেসাজানো হয়েছিল। ভোট দাতারা অত্যন্ত খুশি এই অভিনব উদ্যোগে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয় দুটি বুথে ভোটদাতাদের একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়। এবং সেগুলি রোপন করে বড় করার আহ্বান জানানো হয়। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ভোটদাতা সহ সাধারণ মানুষজন। ভোট দিতে আসা ভোটার তন্ময় নন্দী , শিউলি রায়, বিপাশা মন্ডল, বন্দনা মন্ডল, অরুন্ধতী মিদ্দা, রা বলেন অনেকদিন ভোট দিচ্ছি এই প্রথম ভোট দিতে এসে উপহার পেলাম যা একটি গাছ অনেক প্রাণ। গাছগুলি আমরা অবশ্যই রোপন করে বড় করে তুলবো।