করম পরব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রাইপুর করম থানে

Spread the love

করম পরব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রাইপুর করম থানে

সাধন মন্ডল বাঁকুড়া:—-জঙ্গলমহলের রাইপুর করম পরব কমিটির উদ্যোগে করম পরব ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অতিরিক্ত নিম্নচাপের কারণে করম পূজোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়েছিল গত শনিবার। আজ অষ্টমঙ্গলার দিন সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে রাইপুর সবুজ বাজার করম থানে ।পুরুলিয়ার জামবাইদ মিলন আখড়ার শিল্পীরা ও উড়িষ্যার একটি শিল্পীদের দল সন্ধ্যা ছটা থেকে করম গীত, নৃত্য পরিবেশন করলেন ।আধুনিকতার যুগেও মাহাত সম্প্রদায়ের মানুষজন তাদের শ্রেষ্ঠ সংস্কৃতি করম পরব স্ব গৌরবে পালন করে আসছে। পবিত্র করম পূজা হলো ওই শ্রেষ্ঠ সংস্কৃতির মধ্যে এক মহান পরব বলে দাবি করেন তারা ।কমিটির সভাপতি প্রণবেশ মাহাত, সম্পাদক ধিমান মাহাত, কল্পতরু মাহাত, সৈকত মাহাত, সুব্রত মাহাত, বিপ্লব মাহাতরা বলেন কেবলমাত্র ধার্মিক দৃষ্টিকোণ থেকে নয় সামাজিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে করম পরব প্রাকৃতিক ধর্ম (সারনা ধর্ম )এর শ্রেষ্ঠ পূজা। যা আমাদেরকে একসাথে নৈতিকতা সামাজিকতা বন্ধুত্ব তা, প্রকৃতিতিকতার ,ধারক ও বাহক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যাদের সহযোগিতায় এদিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হল তারা হলেন বিপ্লব মাহাত, সৌরভ মাহাত, প্রণব মাহাত, উত্তম মাহাত, অশোক মাহাত, প্রসেনজিৎ মাহাত, রাজকুমার মাহাত, পিন্টুমাহাত, অমিত মাহাত, মনোজ মাহাত, ধ্রুব মাহাত, করুণা মাহাত, অনাদি মাহাত প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *