খায়রুল আনাম,
 সন্দেহে করোনার নতুন  প্রজাতির ভাইরাস
        
জেলা বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলায় নতুন করে করোনা সংক্রমণ বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।  আক্রান্তদের মধ্যে ৮ জনকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে। সন্দেহজনক আরও ৬ জনকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে।  বোলপুরের কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন ১ জন। বেশ কয়েকজনকে গৃহ পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  দু’ দিনের মধ্যে এভাবে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার জন্য  উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর   রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে করোনা আক্রান্তদের লালারসের নমুনা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া  হয়েছে।   এই ভাইরাস নতুন প্রজাতির করোনা ভাইরাস কী না, তা পরীক্ষা করে দেখতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর।        জানা যাচ্ছে, রামপুরহাট স্বাস্থ্য জেলার মধ্যে  মুরারই-১ এবং-২ ব্লক,  নলহাটি-১ ব্লক  এবং ময়ূরেশ্বর-২ ব্লকে  করোনা সংক্রমণের হার বেশী। স্বাস্থ্য দফতরও মানছে যে, এইসব ব্লকগুলিতে আগেও করোনা রোগীর সংখ্যা বেশি ছিলো।  স্বাস্থ্য দফতরের নির্দেশ পেয়ে  দৈনিক করোনা পরীক্ষার হারও বৃদ্ধি করা হয়েছে।  দৈনিক ৮০০ জনের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর । বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে, করোনাকালে এইসব এলাকার যে সব পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে ছিলেন তাঁরা কোনভাবে সেই সময় বাড়ি ফিরে এলেও, পুনরায় তাঁরা  জীবিকা অন্বেষণেে ভিনরাজ্যে যাওয়া-আসা শুরু করে দিয়েছে।সেইসব রাজ্যেও ইতিমধ্যে করোনা ঢেউ লক্ষ্য করা গিয়েছে। তাই এইসব পরিযায়ী শ্রমিকরা এক্ষেত্রে করোনা সংক্রমণের বাহক হিসেবে কাজ করছেন কী না, সেই  বিষয়টিই এখন ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে।।          

 
			 
			 
			