সুরজ প্রসাদ,
লকডাউনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের নির্মল ঝিলের শশ্মানঘাট এলাকায়।এদিন স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন ব্যবহৃত পিপিই পড়ে আছে শশ্মান যাওয়ার রাস্তায়। পিপিই গুলি কুকুরে টানা হেঁচড়া করছে।এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।বর্ধমান থানায় খবর দিলে পুলিশ গিয়ে পড়ে থাকা পিপিই গুলি উদ্ধার করে নিয়ে যায়।কয়েকটি পিপিই ঝোপের মধ্যে পড়ে থাকলেও দু তিনটি পিপিই একেবারে রাস্তায় পড়েছিল।স্থানীয় বাসিন্দা বল্টু মণ্ডল বলেন – শুধু পিপিই নয় চশমাও পড়েছিল।
এখানে উল্লেখ্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বা কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলে মৃতদেহের সৎকার করা হচ্ছে নির্মল ঝিলের শশ্মানঘাটে।স্থানীয় বাসিন্দাদের অনুমান গতরাতে কোভিড মৃতদেহ পোড়ানো হয় শশ্মানঘাটে।সেই ব্যবহৃত পিপিই পড়েছিল ঝোপঝাড় ও রাস্তায়।স্থানীয়রা জানান এখানে পোড়ানো নিয়ে তাদের কোন আপত্তি নাই।কিন্তু এইভাবে যাতে ব্যবহৃত পিপিই রাস্তায় পড়ে না থাকে।তার জন্য প্রশাসনকে দেখতে হবে।ওই রাস্তা দিয়ে সারাদিন বহু মানুষজন যাতায়াত করেন।সুতরাং রাস্তায় বা এলাকায় পিপিই পড়ে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।