করোনা যুদ্ধে প্রাণ ফেরানোর লড়াইয়ে প্রাণ হারালেন চিকিৎসক

Spread the love

খায়রুল আনাম,

করোনা যুদ্ধে প্রাণ ফেরানোর লড়াইয়ে প্রাণ হারালেন  চিকিৎসক 
           
মারণরোগ করোনার বিরুদ্ধে  প্রাণপণ লড়াই করে বহু মানুষের প্রাণ ফিরিয়ে দিয়ে তিনি সবার কাছে ‘করোনা যোদ্ধা চিকিৎসক’ হিসেবে  পরিচিতি পেয়েছেন।  সেই করোনা যোদ্ধা চিকিৎসকেরই প্রাণ কেড়ে নিলো মারণরোগ করোনা।     জেলা বীরভূমের সদর শহর সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক অতনু শঙ্কর দাস (৬১)  অনেক প্রলোভন সত্বেও কখনও প্রাইভেট প্রাকটিস করেননি। হাসপাতালের রোগীদের সেবাতেই তিনি সর্বদাই ব্যস্ত থেকেছেন।  হাসপাতালে ডিউটির সময় ছাড়াও কখনও কোনও রোগী তাঁর কাছে এলে তিনি তাঁকে ফিরিয়ে দেননি। সদা হাসি–খুশি  মানুষটির বাড়ি কলকাতায় হলেও, তিনি এখানকার মানুষদের একান্ত আপনজন হয়ে উঠেছিলেন। করোনার প্রথম ধাপ থেকে শুরু করে দ্বিতীয় ধাপেও তিনি সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে সবার কাছেই করোনা যোদ্ধা  চিকিৎসক হিসেবে পরিচিত হয়েছেন। সেই চিকিৎসক অতনু শঙ্কর দাসের করোনা সংক্রমণ ধরা পড়ে ৮ মে।   প্রাথমিক পর্যায়ে সিউড়ীতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু পরবর্তীতে ১৪ মে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়  সোমবার ২৪ মে  ভোরে জীবন যুদ্ধে হেরে যান এই করোনা যোদ্ধা।  তাঁর মৃত্য সংবাদ  সিউড়ীতে এসে পৌঁছলে সহকর্মী-সহ অন্যান্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অতনুবাবুর স্ত্রী-ও করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।  তাঁর ছেলে এবং মেয়েও করোনা আক্রান্ত হয়ে  বাড়ীতেই নিভৃতবাসে রয়েছে।   এর আগেও সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালের আরেক করোনা যোদ্ধা চিকিৎসক অমল রায়েরও প্রাণ কেড়ে নিয়েছে মারণরোগ করোনা ।।     
ছবি – চিকিৎসক অতনু শঙ্কর দাস।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *