কর্মাধ্যক্ষ নির্বাচনের সাথে সাথে পঞ্চায়েত বোর্ড গঠনের কাজ সমাপ্ত হল

Spread the love

কর্মাধ্যক্ষ নির্বাচনের সাথে সাথে পঞ্চায়েত বোর্ড গঠনের কাজ সমাপ্ত হল

সেখ সামসুদ্দিন, ১৪ সেপ্টেম্বরঃ মেমারি ১ পঞ্চায়েত সমিতির আজ কর্মাধ‍্যক্ষ নির্বাচিত হয়। মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক করণে বিডিও ডাঃ আলী মহঃ ওয়ালী উল্লাহ, নিত্যানন্দ ব্যানার্জী, বিমল সরেন সহ জেলা পরিষদ সদস্যগণের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাস হাঁসদা ও সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সদস্যগণ থেকে কর্মাধ‍্যক্ষ নির্বাচিত হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি পদাধিকার বলে অর্থ বিভাগের কর্মাধ্যক্ষ এবং আজ বাকি যে ৯ জন নির্বাচিত হলেন তারা হলেন পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ পার্থ ঘোষ, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ‍্যক্ষ মৃন্ময় ঘোষ, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সমীরণ চন্দ্র মজুমদার, ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও চিরাচরিত শক্তি কর্মাধ্যক্ষ মহঃ সাজাহান, নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ তসলিমা খাতুন, খাদ্য সরবরাহ কর্মাধ‍্যক্ষ গীতা দাস, মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের কর্মাধ্যক্ষ সুজয় চন্দ্র শিকদার নির্বাচিত হন। বিডিওর কক্ষে নির্বাচন পর্ব মেটার পর মেমারি ১ ব্লক সভাপতি সকল কর্মাধ‍্যক্ষকে মালা পরিয়ে বরণ করেন। তারপর তাদের নিয়ে পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করিয়ে নিজ নিজ চেয়ারে বসিয়ে দেন। পরে কর্মাধ‍্যক্ষদের সাথে একে একে পরিচয় করিয়ে দেন সভাপতি। শেষে সভাপতি বিকাশ হাঁসদা বলেন নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বোর্ড গঠনের প্রক্রিয়া আজ শেষ হল। আরও বলেন পানীয় জল সরবরাহ ও রাস্তা সহ অসমাপ্ত কাজগুলি দ্রুত অগ্রাধিকার দিয়ে শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *