কর্মীদের একসাথে চলার বার্তা অনুব্রত মন্ডলের,খয়রাশোলের বিজয়া সম্মিলনী থেকে

Spread the love

কর্মীদের একসাথে চলার বার্তা অনুব্রত মন্ডলের,খয়রাশোলের বিজয়া সম্মিলনী থেকে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গরু পাচার মামলার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আটক হতে হয় বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলকে। দুই বছর জেলবন্দি থাকার পর শারদীয়া পুজোর মুখে জেল মুক্ত হয়ে জেলায় ফিরেন।সেই প্রেক্ষিতে দীর্ঘ দুই বছর জেলার কর্মসূচি,সংগঠন,জনসংযোগ ইত্যাদি ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যায়।যদিও জেল মুক্ত হয়ে জেলায় ফেরার পর ঘোষণা করেন কালীপুজোর পর পর জেলার প্রতিটি ব্লক এলাকায় যাওয়ার।সেই হিসেবে তথা দুর্গাপূজাকে সামনে রেখে বিজয়া সম্মিলনীর মাধ্যমে জেলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে ব্লক ভিত্তিক বিজয়া সম্মিলনী। সেরূপ রবিবার খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের আয়োজনে খয়রাশোল সেচদপ্তর মাঠে বিজয়া সম্লেলনের আয়োজন করা হয়।বক্তব্যের মাধ্যমে অনুব্রত মন্ডল তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীদের একসাথে চলার কথা বলেন।এছাড়াও বলেন আমরা কেউ নেতা নই।আমরা সবাই তৃনমূলের কর্মী। আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দোপাধ্যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল,রাজ্য যুব তৃনমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, তৃনমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ।এছাড়াও ছিলেন খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃনালকান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে সহ অন্যান্য নেতা কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *