কলকাতায় নিখোঁজ মঙ্গলকোটের যুবক
নিজস্ব প্রতিনিধি,
টানা দুদিন ধরে নিখোঁজ রয়েছেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পদিমপুর গ্রামের বাসিন্দা সেখ আমিরুল ইসলাম। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নিখোঁজের পরিবার। গত ২৫ ডিসেম্বর কলকাতার রুবি মোড় সংলগ্ন ডিসান হাসপাতালে এক ‘অসুস্থ’ নিকটাত্মীয় কে দেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজের ব্যবহৃত মোবাইল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে ফোন করে ‘মোবাইলটি থানা থেকে নিয়ে যান’ বলেছে বলে দাবি পরিবারের। কোন থানা? কোথাও পেল ফোন? এইসবের কিছুই বলেনি ওই ব্যক্তি। এখান থেকেই চাঞ্চল্য দেখা গেছে।তারপর থেকে ওই ফোনটি বন্ধ রয়েছে। নিখোঁজ ব্যক্তি ব্যবসায়ীক সুত্রে মেমারিতে থাকতেন। পুলিশে অভিযোগ জমা পড়েছে।