কলকাতায় বই আলোচনা
গৌরহরি দাসের গল্প অনেক বৈশিষ্ট্যে পরিপূর্ণ
কলকাতা, ২/৮; জনপ্রিয় গল্পকার গৌরহরি দাসের গল্পগুলি মানবিক আবেগ, সমসাময়িক সমস্যা, মানুষের অসহায়ত্ব, রাজনৈতিক ছায়া, গ্রামের গল্প, মধ্যবিত্তের আনন্দ-বেদনা, সম্পর্ক, মানুষের মোহভঙ্গ, বিশ্বায়নের প্রভাব, দুর্নীতি, কুসংস্কার ইত্যাদি দিয়ে পরিপূর্ণ। গৌরহরির গল্পের বিষয়বস্তু, মোটিফ এবং ধরণ অনন্য। তাঁর বক্তৃতা ঐতিহ্য এবং আধুনিকতার একটি অত্যন্ত চিত্তাকর্ষক সংশ্লেষণ উপস্থাপন করে। তাঁর গল্পের চরিত্রগুলি মানুষের চিন্তাভাবনা এবং চেতনা জাগ্রত করতে সক্ষম।
ভুবনেশ্বরের নচিকেতা ফাউন্ডেশন ট্রাস্টের বাংলা বিভাগ এবং কলকাতার মহিলা খ্রিস্টান কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত বই আলোচনা অনুষ্ঠানে অতিথি এবং বক্তারা এই মতামত ব্যক্ত করেন। মহিলা খ্রিস্টান কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত জানান কলেজের বাংলা বিভাগের প্রধান জিনিয়া রায়। কলেজ পরিচালনা কমিটির সম্পাদক অধ্যাপক অজন্তা পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনূদিত সাহিত্যের গুরুত্বের উপর জোর দেন। তরুণ লেখক অভিষেক রথ উদ্বোধনী বক্তব্য রাখেন। প্রখ্যাত গল্পকার গৌরহরি দাস একটি সাহিত্য উপস্থাপনা করেন। ওড়িশা সাহিত্য একাডেমির সচিব ডঃ চন্দ্রশেখর হোতা বলেন যে গৌরহরি দাসের গল্পগুলিতে অতীতের মধুর স্মৃতি রয়েছে, বর্তমানের কথা বলে এবং ভবিষ্যতের পথ দেখায়। বইটির অনুবাদক অজিত কুমার পাত্র অনূদিত ছোটগল্প সংকলন ‘কাছের পুতুল আরু অন্যন্য গল্প’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একইভাবে, অনুবাদক অধ্যাপক কৃষ্ণা ভট্টাচার্য ‘ কাঁটা আরু অন্যন্য গল্প’ বইটি নিয়ে আলোচনা করেন। অপর অতিথি বক্তা শ্যামল ভট্টাচার্য ওড়িয়া এবং বাংলা ভাষার মধ্যে সম্পর্ক এবং আদান-প্রদান সম্পর্কে বক্তব্য রাখেন। প্রখ্যাত ঔপন্যাসিক অরবিন্দ রায় গৌরহরির গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুরজিৎ বেহরা সমাপনী বক্তব্য রাখেন। শেষে, সফল্যা নন্দী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান চলাকালীন, কলেজের ভারপ্রাপ্ত সভাপতি কে. বিশ্বাস মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ক্ষেত্রবাসী নায়ক।