কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে ‘টাটা স্টিল কলকাতা লিটারারি মিট ২০২৪ ।’

Spread the love

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে ‘টাটা স্টিল কলকাতা লিটারারি মিট ২০২৪ ।’

এই সাহিত্য সমাবেশের প্রথম দিনে উপস্থিত ছিলেন নোবেল পুরষ্কার প্রাপ্ত(২০২১) তাঞ্জানিয়া – ব্রিটেনের সাহিত্যিক আব্দুল রাজাক গুরনাহ , প্রখ্যাত ভারতীয় সহিত্যিক সুধা মূর্তি,দক্ষিণ আফ্রিকার কথাসাহিত্যিক ও নাট্যকার ড্যামন গালগুট এবং কলকাতার বাংলা তথা ভারতীয় সাহিত্যের বিখ্যাত লেখক লেখক -লেখিকারা।২৩ জানুয়ারি ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখিকা ড অজন্তা পল, লক্ষ্মিশ্রী ব্যানার্জী এবং রেনু রায়ের কবিতা পাঠের আসর সঞ্চালনা করেছেন শ্রী অশোক বিশ্বনাথন। এঁদের মধ্যে পরিবেশবাদী সাহিত্য রচনা ও সমালোচনার আঙ্গিকে ডক্টর অজন্তা পলের কবিতার বই ” আর্থ এলিজিস” গ্রন্থ টি শ্রোতাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। বৃদ্ধ মানচিত্রের ছিন্ন ভিন্ন ক্ষয়িষ্ণু বলিরেখার ভাঁজে ভাঁজে যে শহর ,যে নদী- হারিয়ে গেছে ক্রমশঃ , যে পৃথিবীর আশার গোলার্ধ ক্রম নিমজ্জিত হচ্ছে নিঃশেষিত সর্বনাশের মেরু বিন্দুতে, সেই পৃথিবীর কথকতা করেছেন কবি । কবির আকাঙ্ক্ষা যেন এই পৃথিবীর কথাই আমাদের যাপন কাহিনীর কেন্দ্র বিন্দু হয়ে ওঠে।বর্তমানের পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ আবহে ক্রমশঃ উপকাহিনী হয়ে যাওয়া বিস্মৃত বৃদ্ধ পৃথিবীকে শুশ্রূষা দেওয়ার কথা বলেন কবি।(কবিতাসূত্র: ‘The Map is Old’) অন্যান্য আন্তর্জাতিক এবং বাংলার কবি – সহিত্যিকদের সঙ্গে সাহিত্যের মুহূর্ত উদযাপনের এই অনুষ্ঠান কলকাতার সাংস্কৃতিক অভিজ্ঞতাকে ঋদ্ধ আর সমৃদ্ধ করে চলেছে প্রতি বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *