কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে ‘টাটা স্টিল কলকাতা লিটারারি মিট ২০২৪ ।’
এই সাহিত্য সমাবেশের প্রথম দিনে উপস্থিত ছিলেন নোবেল পুরষ্কার প্রাপ্ত(২০২১) তাঞ্জানিয়া – ব্রিটেনের সাহিত্যিক আব্দুল রাজাক গুরনাহ , প্রখ্যাত ভারতীয় সহিত্যিক সুধা মূর্তি,দক্ষিণ আফ্রিকার কথাসাহিত্যিক ও নাট্যকার ড্যামন গালগুট এবং কলকাতার বাংলা তথা ভারতীয় সাহিত্যের বিখ্যাত লেখক লেখক -লেখিকারা।২৩ জানুয়ারি ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখিকা ড অজন্তা পল, লক্ষ্মিশ্রী ব্যানার্জী এবং রেনু রায়ের কবিতা পাঠের আসর সঞ্চালনা করেছেন শ্রী অশোক বিশ্বনাথন। এঁদের মধ্যে পরিবেশবাদী সাহিত্য রচনা ও সমালোচনার আঙ্গিকে ডক্টর অজন্তা পলের কবিতার বই ” আর্থ এলিজিস” গ্রন্থ টি শ্রোতাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। বৃদ্ধ মানচিত্রের ছিন্ন ভিন্ন ক্ষয়িষ্ণু বলিরেখার ভাঁজে ভাঁজে যে শহর ,যে নদী- হারিয়ে গেছে ক্রমশঃ , যে পৃথিবীর আশার গোলার্ধ ক্রম নিমজ্জিত হচ্ছে নিঃশেষিত সর্বনাশের মেরু বিন্দুতে, সেই পৃথিবীর কথকতা করেছেন কবি । কবির আকাঙ্ক্ষা যেন এই পৃথিবীর কথাই আমাদের যাপন কাহিনীর কেন্দ্র বিন্দু হয়ে ওঠে।বর্তমানের পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ আবহে ক্রমশঃ উপকাহিনী হয়ে যাওয়া বিস্মৃত বৃদ্ধ পৃথিবীকে শুশ্রূষা দেওয়ার কথা বলেন কবি।(কবিতাসূত্র: ‘The Map is Old’) অন্যান্য আন্তর্জাতিক এবং বাংলার কবি – সহিত্যিকদের সঙ্গে সাহিত্যের মুহূর্ত উদযাপনের এই অনুষ্ঠান কলকাতার সাংস্কৃতিক অভিজ্ঞতাকে ঋদ্ধ আর সমৃদ্ধ করে চলেছে প্রতি বছর।