কলকাতার সল্টলেকের রূপকলা কেন্দ্রে ‘কফি হাউস’ সিনেমার স্ক্রিনি হলো-
মৃত্যুঞ্জয় রায়,
বাংলা চলচ্চিত্র জগতের নতুন শিল্পী( অভিনয়) সঙ্গীতা কোনার। তার প্রথম বাংলা সিনেমা ‘কফি হাউস’ এর স্ক্রিনি হলো ১৯ সে সেপ্টেম্বর কলকাতার সল্টলেকের রূপকলা কেন্দ্রে।
তার মুখ্য নায়িকা চরিত্রে অভিনয় দর্শকদের মন কেড়েছে। কফি হাউস সিনেমাটি মূলত মান্না দের বিখ্যাত গান “কফি হাউসের সেই আড্ডাটা”র উপর ভিত্তি করে। এই গল্পে সঙ্গীতা কোনার সুজাতার চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গীতা কোনার শুধু অভিনয় জগতেই নয় তিনি বিদেশে অর্থাৎ কানাডা, ইউএসএ এবং ফ্রান্স “ইন্টারন্যাশনাল ফ্যাশন ম্যাগাজিন ওয়ার্ল্ড ইউ গ্লোবাল স্টার অফ ইয়ার ২০২৪” আওয়ার্ডে ভূষিত হয়েছেন।
কফি হাউস সিনেমার টাইটেল সংগীত মুম্বাইখ্যাত গায়ক বিনোদ রাঠোর গেয়েছেন। সবকিছুর উপরে ভিত্তি করে আশা করা যায়, কফিহাউস চলচ্চিত্রটি বাংলার মানুষকে মুগ্ধ করবে।