কলকাতা বইমেলায় এবার থাকবে দুর্লভ ছবির প্রদর্শনী

Spread the love

কলকাতা বইমেলায় এবার থাকবে দুর্লভ ছবির প্রদর্শনী

পারিজাত মোল্লা,

সোমবার বিকেলে কলকাতার এক সভাগৃহে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কলকাতা বইমেলা কমিটি।আসন্ন ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থাকছে বড় চমক। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২০ বছর ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী হবে। ফোকাল ‘থিম কান্ট্রি’ মারাদোনা-মেসির দেশ আর্জেন্টিনা। এদিন সাংবাদিক বৈঠক করে জানালেন বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে , সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪ ও ২৫ জানুয়ারি হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।এবারের বইমেলায় গ্রেট বিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, থাইল্যান্ডও অংশ নেবে। এছাড়াও অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশও। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়নও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *