২রা ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সারা বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চে আন্তর্জাতিক কবি সাহিত্যিক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান কলকাতা বেঙ্গল থিওসফিয়াল সোসাইটি হলে পালিত হইল। এবং প্রতিষ্ঠানের সম্পাদক মফেজুল শেখ সাহেবের হাত ধরে বেশকিছু বই যেমন দুই বিঘা শেখ মফেজুল, খালিদা খাতুনের লেখা বই শেষ পাতার গল্প,হাজেরুল ইবকারের লেখা একটি ছাতার খোঁজে, উন্নয়ন ওর সাংস্কৃতিক চেতনা শেখ মফেজুল সাহেবের বই প্রকাশিত হইল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য গুণীজন ব্যক্তিরা,প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধিজীবী ডক্টর মিরাতুন নাহার মহাশয়া কোলকাতা, আসাম থেকে রুবি গুপ্তা মহাশয়া,কালিয়াচক কলেজের অধ্যাপক নজিবুর রহমান সাহেব, বিশিষ্ট কবি গোলাম রসুল সাহেব, ডক্টর নুরুল ইসলাম সাহেব মহেশতলা,ডাক্তার হাজিরুল ইসলাম সাহেব মালদহ, বিশিষ্ট বুদ্ধিজীবী সাহিত্যিক সমাজসেবী প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়,ডক্টর সুরঞ্জয় মেটে মহাশয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট ছন্দকার কবি সেখ নুরুল ইসলাম,শেখ মতিয়ুর রহমান মাদানী সাহেব, বিশিষ্ট সাহিত্যিক হান্নান বিশ্বাস, কবি আব্দুস সামাদ সাহেব, লেখিকা খালিদা খাতুন সহ অন্যান্য গুণীজনেরা উপস্থিত ছিলেন।