মোল্লা জসিমউদ্দিন,
; কলকাতা হাইকোর্ট পেতে চলেছে আরও ৮ জন বিচারপতি। গত ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলোজিয়ম কমিটি এই রাজ্যের বিভিন্ন আদালতে থাকা কর্মরত জুডিশিয়াল অফিসারদের মধ্যে ৮ জন কে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করেছে।সুপ্রিম কোর্টের কলোজিয়ম পাঁচ সদস্যর কমিটি গঠিত প্রধান বিচারপতির নেতৃত্বে অন্যান্য বিচারপতিদের নিয়ে।খুব তাড়াতাড়ি বিচারক থেকে বিচারপতি হওয়া জুডিশিয়াল অফিসাররা কলকাতা হাইকোর্টে নিযুক্ত হতে চলেছেন বলে প্রকাশ। যে ৮ জন কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ হয়েছেন তাঁরা হলেন শ্রী রবীন্দ্রনাথ সামন্ত, মি. কেশাং ডোমা ভুটিয়া, শ্রী সুগত মজুমদার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী রায় চট্টপাধ্যায়, শ্রী বিভাস পট্টনায়ক, শ্রী শুভেন্দু সামন্ত, শ্রী আনন্দ কুমার মুখার্জি। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষে আনসার মন্ডল জানিয়েছেন – ” আমরা নুতন বিচারপতিদের স্বাগত জানাচ্ছি”।