কলেজ স্ট্রিটে একসাথে বই ও চিত্রকলার নতুন ঠিকানা – এক্সেলার বুক স্টোর ও ডিরোজিও আর্ট গ্যালারি উদ্বোধন করল নতুন মাত্রা

Spread the love

কলেজ স্ট্রিটে একসাথে বই ও চিত্রকলার নতুন ঠিকানা – এক্সেলার বুক স্টোর ও ডিরোজিও আর্ট গ্যালারি উদ্বোধন করল নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদন:
বইপ্রেমী, চিত্রশিল্পী ও শিল্পানুরাগীদের কথা মাথায় রেখে এক অভিনব প্রয়াসে কলেজ স্ট্রিটে পাঁচ নম্বর সূর্য সেন স্ট্রিটে একসাথে যাত্রা শুরু করল এক্সেলার বুকস স্টোর ও স্টোরে অবস্থিত ডিরোজিও আর্ট গ্যালারি। সাহিত্য, শিল্প ও সংস্কৃতির এক মিলনমেলায় রূপ নেয় এই উদ্বোধনী অনুষ্ঠান।

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এক্সেলার বুকসের উদ্যোগে কলেজ স্ট্রিটে সাম্প্রতিক কালে এই প্রথম কোনও বই বিপণনের সাথে আর্ট গ্যালারির সূচনা হলো, সেটিও আবার কলকাতার নবজাগরণের অন্যতম আলোকপুরুষ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-র নামে। এক্সেলার বুক স্টোরে রয়েছে নির্বাচিত ইংরেজি জাতীয় ও আন্তর্জাতিক বেস্টসেলার বই, ক্লাসিক এবং সমকালীন সাহিত্যের একটি কিউরেটেড সংগ্রহ। পাঠকদের বইয়ের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য রয়েছে একটি ছোট ক্যাফেও। অভিনব এই বই বিপণনের উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর সভাপতি শ্রী ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং গিল্ড-এর সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে

এই দিন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব শ্রী দেবশঙ্কর হালদার, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক শ্রী অশোক বিশ্বনাথন, এবং বেথুন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়-এর উপস্থিতিতে উদ্বোধন হয় এক্সেলার বুকসের বাংলা ওয়েব ম্যাগাজিন ‘চিন্তন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ প্রফেসর সংযুক্তা দাশগুপ্ত, শিক্ষা জগতের পরিচিত মুখ অধ্যাপিকা চন্দ্রানী বিশ্বাস, লেখিকা অর্পিতা সরকার সহ আরও অনেক বিশিষ্ট মানুষ।

বিকেল পাঁচটায় ডিরোজিও আর্ট গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন এক্সেলার বুকসের দুই কর্ণধার ড. সুদীপ্ত কুমার ঘোষঅঞ্জিতা গাঙ্গুলী, এবং প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী দীপঙ্কর সমাদ্দার। উদ্বোধনের পর ড. ঘোষের পক্ষ থেকে সুব্রতবাবুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সুব্রতবাবুর বক্তব্যে উঠে আসে গ্যালারির নামকরণ ও অবস্থান প্রসঙ্গে প্রশংসা, সঙ্গে ছিল একটি আন্তরিক পরামর্শ—স্থানের পরিসর যদি কিছুটা বড় হতো, তবে বৃহত্তর আয়োজন সম্ভব হতো। তবে ব্যক্তিগত প্রদর্শনী বা পকেট এক্সিবিশনের জন্য এটি আদর্শ স্থান বলেও জানান তিনি।

এই গ্যালারির উদ্বোধনী প্রদর্শনীর নাম রাখা হয়েছে ‘First Light’, যেখানে অংশ নিয়েছেন ১৯ জন নবীন ও প্রখ্যাত চিত্রশিল্পী। দর্শকদের নজর কেড়েছে গোপাল চন্দ্র নস্কর, ঊষা রঞ্জন মণ্ডল, কুন্তল গুপ্ত, অগ্নি বসু, কৌশিক মজুমদার, সুদীপ্ত ভট্টাচার্য, সোমেন বোস, অমিত গাঙ্গুলী, অমর দাস, সুদীপ চক্রবর্তী, সুতপা মুখার্জি, গৌরী রক্ষিত, অপূর্ব ব্যানার্জি, অভিজিৎ শীল, ঋষিকেশ রায়, রিমা দাস ও স্তুতি সমাদ্দার-এর অসাধারণ সব কাজ।

প্রদর্শনীতে স্থান পেয়েছে কিছু হস্তশিল্পও, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিল্পীকে সুব্রতবাবু স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন। প্রথম দিনেই চিত্র ও হস্তশিল্প বিক্রি হওয়া শুরু হয়, যা আয়োজকদের উৎসাহ জুগিয়েছে।

অনুষ্ঠানে সুরভারতী সংগীত কলাকেন্দ্র-এর দুই প্রতিনিধিকেও সম্মানিত করা হয়। সমগ্র আয়োজনেই ধরা পড়ে কলকাতার বই ও শিল্পপ্রেমী মানুষের আন্তরিক উপস্থিতি ও ভালোবাসা।

‘First Light’ প্রদর্শনীটি চলবে ১৯ জুলাই পর্যন্ত (রবিবার বন্ধ)। ইতিমধ্যেই বহু চিত্রশিল্পী ডিরোজিও গ্যালারিতে ভবিষ্যতে প্রদর্শনী করার আগ্রহ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *