কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025
সাধন মন্ডল বাঁকুড়া:-কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আজ অনুষ্ঠিত হলো ।সারেঙ্গা ব্লক এলাকায় চারটি সেন্টারে প্রায় দেড় হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেয়। জামবনী উচ্চ বিদ্যালয় সেন্টার পরিদর্শন করেন সারেঙ্গা পি পি টি আই এর প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সাধন মহান্তি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তিনি খুশি। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সাথে অভিভাবকদের আবেগ দেখে তিনি আপ্লুত ।বিদ্যালয়ের পরীক্ষা ছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষায় গ্রামে গঞ্জের ছেলেমেয়েরাও যে এগিয়ে আসছে তা দেখে তিনি অত্যন্ত খুশি। উদ্যোক্তাদের তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল মল্লিক বলেন এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হওয়া দরকার। কোন সংস্থা যদি এ ধরনের পরীক্ষা করতে চায় আমরা সর্বতো ভাবে সহযোগিতা করব। বিদ্যালয়ের পড়াশোনার বাইরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলেই ছেলেমেয়েদের জ্ঞান বাড়ে।