কাজল মিত্র,
সালানপুর ব্লক এর অন্তর্গত কল্যানেশ্বরী তৃণমূল আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে কল্যানেশ্বরী বুড়া খান এর নেতৃত্বে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি ও সরকারি সংস্থাগুলো বেসরকারিকরণের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন এই প্রতিবাদ সভায় কল্যানেশ্বরী তৃণমূল আঞ্চলিক কমিটির সভাপতি বুরা খান বক্তব্য রাখতে গিয়ে জানান কেন্দ্র সরকার যে কূটনৈতিক রাজনীতি শুরু করেছে তাতে সাধারণমানুষ-এর গলাকাটা যাচ্ছে কারণ যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম গত দশ দিনে বারো থেকে চোদ্দ টাকা বাড়িয়েছে এতে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়েছে তাছাড়া সরকারি সমস্ত সম্পত্তি বেসরকারিকরণ করতে চলেছে যেমন রেলের বিভিন্ন প্যাসেঞ্জার সহ এক্সস্প্রেস ট্রেনগুলি বিক্রি করে বেসরকারের হাতে তুলে দেওয়া হবে। যার ফলে গরিব মানুষ কম ভাড়ায় কোথাও যাওয়া আসা করতে পারবেনা।কারন আগে যা ভাড়া দেওয়া হত তা বেড়ে দ্বিগুন হয়ে যাবে এতে মানুষের অসুবিধা হবে । তিনি জানান সালানপুর ব্লকে বারাবনি বিধানসভায় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এর নির্দেশে আমাদের আজকের এই পথসভার আয়োজন করি।তাছাড়া আগামী দিনে বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের এই বিক্ষোভ মিছিল চলবে ও বিভিন্ন বুথে মিছিল করা হবে।
এদিন বুড়া খান সহ উপস্থিত ছিলেন রাজা খান, আদেশ নস্কর ,নরেশ কুমার ,আকাশ নোনীয়া ,রেখামল্লীক, সহ তৃণমূলের বহু কর্মকর্তা ।