কাঁকড়তলায় বোমা বাজির ঘটনায় ব্লক তৃণমূল নেতৃত্ব সহ ধৃত ৯জন

Spread the love

কাঁকড়তলায় বোমা বাজির ঘটনায় ব্লক তৃণমূল নেতৃত্ব সহ ধৃত ৯জন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
মঙ্গলবার কাঁকড়তলা থানার জামালপুর গ্রামে বোমাবাজির জেরে কাঁকড়তলা থানার পুলিশ নয় জনকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক সাতজনকে জেল হেফাজত এবং দুই জনকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায়। ধৃতদের মধ্যে রয়েছে হজরতপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য স্বপন সেন। উল্লেখ্য গতকাল বালির বখরা নিয়ে কাঁকরতলা থানার জামালপুর গ্রামে সকাল থেকে চলে বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি। যার ফলে সেখ সাত্তার আলি নামে এক ব্যক্তির একটি পা উড়ে যায়। চিকিৎসার জন্য স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সিউড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি কাঁকরতলা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে থাকছেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *