কাঁকড়তলা থানায় সম্প্রীতির ভাইফোঁটা উৎসব পালিত পুলিশের তরফে,
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দেশের বিভিন্ন স্থানে যথাযথভাবে পালিত হচ্ছে ভাইফোঁটা।পারিবারিকভাবে তো চলছেই,সেইসাথে কোথাও কোথাও সংগঠনগত ভাবে গন ভাইফোটার আয়োজনের ও খবর পাওয়া গেছে।অনুরূপ
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকরতলা থানা পুলিশের ব্যবস্থাপনায় ও কাঁকরতলা শান্তি রক্ষী বাহিনী কালীপূজা কমিটির পরিচালনায় স্থানীয় থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার ভাইফোঁটা উৎসব পালিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। কাঁকরতলা থানার ওসি শামিম খানের ঐকান্তিক প্রচেষ্টায় থানা প্রাঙ্গণে ভাইফোঁটা উৎসব শুধু উৎসবে নয়, নতুন ভাবনায় ভাবিত এলাকায় শান্তি সম্প্রীতির বার্তা দিতে সম্প্রীতির ভাইফোঁটা উৎসব হিসাবে পালন করা হয় আজকের অনুষ্ঠান।”ভায়ের কপালে দিলাম ফোটা, যমের দুয়ারে পড়ল কাঁটা “- সেই সমস্ত লোকাচার পালনের মাধ্যমে ঘরোয়া পরিবেশ পরিবেশনায় মহা সমারোহে উদযাপিত হয় ভাইফোঁটা পর্ব। কাঁকরতলা থানার ওসি শামীম খান সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ, উপস্থিত পুলিশ কর্মী ও স্থানীয় বিশিষ্টজনদের কাছ থেকে ফোটা নিলেন। এবং বোনেদের হাতে উপহারও তুলে দেওয়া হয় পাশাপাশি একে অপরের শুভকামনা করলেন ভাই বোনেরা। উপস্থিত ছিলেন কাঁকরতলা থানার ওসি শামীম খান, পিএস আই অনিমেষ মন্ডল,এএসআই সাক্ষী গোপাল বাগদি , আনন্দ ভুই মালি ও সুপ্রতিম মুখার্জী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃনমূল কংগ্রেসের রাজ্য মহিলা নেত্রী অসীমা ধীবর,খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী ও কানিজ রাশেদ, অঞ্চল নেত্রী সুপ্রীতি নন্দী, তৃনমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব শেখ জয়নাল, সমাজসেবী সেখ আক্তার, শেখ মিরাজ, শেখ সেলিম,তৃনমূল ছাত্র নেতৃত্ব শেখ জন সহ কাঁকরতলা থানার অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার গন সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ।কাঁকরতলা থানার উদ্যোগে এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে মিলিত হয়ে ভাইফোঁটা পালন করে এলাকায় নজির স্থাপন করা হয় বলে এলাকাবাসীর অভিমত।