খায়রুল আনাম, ২৮ মে,
বোমা উদ্ধারে আতঙ্ক কাঁকড়তলায়
সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা ভোট পরবর্তী সময়ে জেলা বীরভূমে বোমা উদ্ধারের ঘটনা ক্রমশই কমে আসছিলো। বিধানসভা ভোটের আগে জেলার প্রায় সব জায়গা থেকেই বোমা উদ্ধারের ঘটনা ঘটছিলো। কিন্তু বোমাগুলি কে বা কারা রাখছিলো তার কোনও হদিশ করতে পারেনি পুলিশ প্রশাসন। পুলিশের বম্ব স্কোয়াড কেবলমাত্র উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে তাদের দায়িত্ব সেরেছে। এবার ভোট পরবর্তী সময়ে শুক্রবার ২৮ মে কাঁকড়তলা থানার কদমডাঙা গ্রামের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হলো ড্রাম ভর্তি প্রচুর পরিমাণের বোমা। তবে, কে বা কারা কী উদ্দেশ্যেে বোমাগুলি রেখেছিলো তা খতিয়ে দেখছে পুলিশ । নতুন করে আবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষদের মনে।।