কাঁকুড়গাছির খুনের মামলায় ২১ আগস্ট অবধি নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না পরেশ পালদের

Spread the love

কাঁকুড়গাছির খুনের মামলায় ২১ আগস্ট অবধি নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না পরেশ পালদের

মোল্লা জসিমউদ্দিন ,

সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ফের সাময়িক আইনী স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল সহ বেশ কয়েকজন।গত ২০২১-এর নির্বাচনের পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের।এদিন তাঁদের আপাত-স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট । সোমবার রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাস জানিয়েছে, -‘ভোট পরবর্তী হিংসা মামলায় নিম্ন আদালতে এখনই হাজিরা দিতে হবে না তাঁদের’।সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আরও জানান, -‘আগামী ২১ অগস্ট মামলার পরবর্তী শুনানি। ততদিন নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই নির্দেশ বজায় থাকবে’। প্রসঙ্গত, এই মামলায় আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তাঁদের কিছুদিনের জন্য স্বস্তি দিল।ইতিমধ্যে একই মামলায় তথ্য প্রমাণ লোপাট – হিংসায় মদত দেওয়াতে অভিযুক্ত পুলিশ অফিসার রত্না সরকার ও এক হোমগার্ডকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁদের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়া এবং প্রশাসনিক দায়িত্বে গাফিলতির মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্তে নেমে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে নিম্ন আদালতের নির্দেশে গ্রেফতার করা হয় দু’জনকে।তবে জামিন দিলেও কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে, -‘তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁদের। আদালতে নির্দিষ্ট তারিখে হাজিরা দিতে হবে নিয়ম মেনে। কোনও ভাবেই মামলার সাক্ষীদের প্রভাবিত করা চলবে না। পাশাপাশি, আদালতের অনুমতি ছাড়া নির্দিষ্ট এলাকা ত্যাগও করতে পারবেন না জামিনপ্রাপ্ত অভিযুক্তরা’।আইনজীবীদের একাংশের মত -‘ জামিন পেলেও মামলা থেকে এখনও অব্যাহতি পাননি তাঁরা। বিচারপ্রক্রিয়া চলবে ‘। আদালত সুত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার সময় কলকাতার কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিহত পরিবারের অভিযোগ , – ‘ অভিজিৎ কে পিটিয়ে এবং গলায় তার পেঁচিয়ে খুন করা হয়’। প্রথমে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও, পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। তারপরই নাম উঠে আসে তৃণমূলের একাধিক নেতার।আগামী ২১ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *