কাঁথিতে গৃহশিক্ষকের মানবতা

Spread the love

জুলফিকার আলি,

গৃহ শিক্ষকদের মানবিকতা দেখা দিলো কাঁথিতে।শিক্ষক দিবসের আগে গৃহ শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে রঘুরামপুরে দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে আর্থিক সাহায্য প্রদান।
পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি দেশপ্রান ব্লকে রঘুরামপুর গ্রামের বাসিন্দা পরিয়ায়ী শ্রমিকের কাজে উত্তর প্রদেশে কিছু দিন আগে পথ দুর্ঘটনায় একই পরিবারের তিন জন প্রান হারিয়েছিলেন সেই পরিবারের প্রানে বেঁচে যান একটি মেয়ে এবং ছোট্ট ছেলে। আর সেই পরিবারের পাশে আর্থিক সাহায্য হাতে তুলে দিতে তার বাড়িতে পৌঁছে যান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি মহকুমা ইউনিটের সদস্যগণ। আর এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর গৃহ শিক্ষক কমিটির যুগ্ম সম্পাদক দীপু খান।জেলা নেতৃত্বে বিপ্লব মান্না।ও কাঁথি মহকুমা ইউনিটের সদস‍্য সন্দীপ মাইতি। নন্দ বেরা। নুইনুল আলম কাদেরী। আর.এন. মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল অমিত কুমার কামিলা।বিশিষ্ট সমাজসেবী সেখ নুরজামাল সহ আরো অনেকে। এছাড়া যুগ্ম সম্পাদক দীপু খান বলেন অসুস্থ মেয়ে ও ছেলেটির যাবতীয় পড়াশোনার জন‍্য যা কিছু পাঠ‍্যসামগ্রী দরকার আমরা সাধ‍্যমত গৃহ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সেই ব‍্যাবস্হা করে দিবো। এছাড়া তিনি বলেন এই আর্থিক সাহায্যে দিয়ে আমাদের কাঁথি মহকুমার গৃহ শিক্ষকরা যেভাবে এগিয়ে এসে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের কে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *