জুলফিকার আলি
মা – মাটি- মানুষ সরকারের উন্নয়নের জনমূখী প্রকল্প প্রচারের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কাঁথি শহর তৃনমূল কংগ্রেরের ডাকে বিশাল সংখ্যক কর্মীদের নিয়ে একটি মিছিল ডরমিটরি থেকে শুরু করে কাঁথি শহর পরিক্রমা করে চৌরঙ্গী মোড়ে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন কাউন্সিলর সুবল মান্না, দীলিপ মাইতি, সীতারাম মাঝি, আলেম আলি খাঁন, সেক সাবুল, তরুন বেরা, যুবনেতা বিশ্বজিৎ দত্ত, ইমরান আলি খাঁন, ছাত্রনেতা রাম পন্ডা। মিছিলের শেষে বক্তব্য রাখেন কাঁথি শহর তৃনমূল কংগ্রেস সভাপতি সির্দ্ধাথ মাইতি, কাউন্সিলর অতনু গিরি। সবাইকে ধন্যবাদ জানান কাঁথি পৌরসভার প্রশাসক তথা তৃনমূল কংগ্রেস নেতা সৌমেন্দু অধিকারি।