মোল্লা জসিমউদ্দিন টিপু,
বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের দুটি পৃথক ডিভিশন বেঞ্চে উঠলো পূর্ব মেদিনীপুরের কাঁথি পুর প্রশাসক পদে বিজ্ঞপ্তি ঘিরে মামলা। একটি মামলার আবেদনকারী খোদ বিদায়ী পুর প্রশাসক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। অপর মামলাটির আবেদনকারী হলেন সেখ মসিরুদ্দিন নামে এক ব্যক্তি। যদিও দ্বিতীয় মামলাটি আদালত প্রাথমিকভাবে খারিজ করে দিয়েছে, তবে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে – ‘ অপসারণের বিজ্ঞপ্তি বিধি মেনে হয়নি’ র বিষয়টি। তবে মামলাকারী কে আদালত অনুমতি দিয়েছে – ‘আইন মেনে পুর প্রশাসক পদে বিজ্ঞপ্তি জারী হলে তা আদালত কে জানাতে’। অপরদিকে কাঁথি পুর প্রশাসক পদে বরখাস্ত হওয়া সৌমেন্দু অধিকারীর মামলাটি শুনানি হতে পারে আগামী ৪ জানুয়ারি। উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে তৃণমূলের একদা হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দলবদল করে বিজেপিতে যোগদান করেছেন।তাতে রাজ্যের ক্ষমতাসীন দলের তরফে চলছে বিভিন্নভাবে রাজনৈতিক ভাষণ।হুমকি – পাল্টা হুমকি, অভিযোগ – পাল্টা অভিযোগের মাঝেই নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই অর্থাৎ কাঁথির পুর প্রশাসক সৌমেন্দু অধিকারী কে ২৮ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুর প্রশাসক পদে বরখাস্ত করে নুতন ব্যক্তি কে আনা হয় পুর প্রশাসক পদে। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন পুরমন্ত্রী।এই বিজ্ঞপ্তি কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে মামলা দাখিল করেন সৌমেন্দু অধিকারী। এই মামলাটি আদালত গ্রহণ করে আগামী ৪ জানুয়ারি শুনানির জন্য দিন রেখেছে বলে জানা গেছে। উক্ত মামলায় আবেদনকারী জানিয়েছেন – ‘ যে পদ্ধতিতে পুর প্রশাসক পদে অপসারণ করা হয়েছে, তা আইনগতভাবে বৈধ নয়।রাজনৈতিক আক্রোশে এই পুর প্রশাসক পদে বরখাস্ত করা হয়েছে ‘।অপরদিকে সেখ মসিরুদ্দিন নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কাঁথির পুর প্রশাসক পদে বিজ্ঞপ্তি ঘিরে মামলা দাখিল করেন।সেখানে ডিভিশন বেঞ্চ এই মামলাটি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকার জন্য খারিজ করে দেয়।তবে এদিন মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল – ‘ কাঁথি পুর প্রশাসক পদে বিজ্ঞপ্তি টি বিধি মেনে হয়নি’। পাশাপাশি এও জানায় ডিভিশন বেঞ্চ – ‘ এই অবৈধ বিজ্ঞপ্তির উপর কোন হস্তক্ষেপ করবোনা’, তবে মামলাকারী কে অনুমতি দিয়েছে আদালত যে, আইন মেনে পুর প্রশাসক পদে বিজ্ঞপ্তি এলে তা যেন আদালত কে অবগত করানো হয়।কাঁথির পুর প্রশাসক নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি ঘিরে আইনী চ্যালেঞ্জের মুখে পড়লো রাজ্য। একদিকে বরখাস্ত হওয়া পুর প্রশাসক পদে থাকা সৌমেন্দু অধিকারীর মামলা গ্রহণ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে। অপরদিকে এক জনস্বার্থ মামলায় মামলাটি প্রাথমিকভাবে খারিজ করে দিলেও বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের ‘ কাঁথির পুর প্রশাসক পদে বিজ্ঞপ্তি বিধি মেনে হয়নি’র পর্যবেক্ষণ টি কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্য কে ফেলে দিতে চলেছে বলে আইনজীবীদের একাংশ মনে করছেন।