কাঁধে ঢাক নিয়ে , ঢাক বাজাতে বাজাতে সভা স্থলে INTTUC পূর্ব বর্ধমান জেলার সভাপতির সন্দীপ বসুর ।
কাঁধে ঢাক নিয়ে , ঢাক বাজাতে বাজাতে সভা স্থলে INTTUC পূর্ব বর্ধমান জেলার সভাপতির সন্দীপ বসুর ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্যের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরতে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের এক চাকা গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ে সাধারণ মানুষের।এদিন ঢাক কাঁধে নিয়ে নিজেই ঢাক বাজাতে বাজাতে গ্রামের পথে হাঁটেন পূর্ব বর্ধমান জেলা INTTUC সভাপতি সন্দীপ বসু। ঢাকের তালে তালে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঘুরে ঘুরে মুখ্যমন্ত্রীর ১৫ বছরের শাসনকালে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, গ্রামীণ পরিকাঠামো থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজসাথী, স্বাস্থসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তিনি তুলে ধরেন গ্রামবাসীদের সামনে।পাশাপাশি তিনি কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক মিথ্যা প্রতিশ্রুতি ও জনবিরোধী নীতির কথাও তুলে ধরেন এবং সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা ২ নম্বর ব্লকের যুব সভাপতি আমানত আলী, কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার , কালনার পৌর মাতা রিনা ব্যানার্জি সহ দলীয় নেতৃত্ব ও বিশিষ্টজনেরা। তাঁদের উপস্থিতিতে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।



Post Comment