জাপান ক্যারাটে ইন্ডিয়ার সহযোগিতায় বেদান্ত কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ৫ম কলকাতা কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫। কাঁকুড়গাছির কাদাপাড়ায় অবস্থিত বেদান্ত কলেজের প্রাঙ্গণে সকাল থেকেই প্রতিযোগী, প্রশিক্ষক ও কর্মকর্তাদের ভিড়ে জমে উঠেছিল এ বছরের অন্যতম বৃহৎ ক্যারাটে প্রতিযোগিতা।
চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং, যিনি তরুণ খেলোয়াড়দের একাগ্রতা ও শৃঙ্খলাবোধের প্রশংসা করেন।
অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন কিয়োশি পরশ কুমার মিশ্র, জাপান ক্যারাটে ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা, সভাপতি, প্রধান প্রশিক্ষক ও প্রধান পরীক্ষক। দীর্ঘদিন ধরে তিনি “এ” গ্রেড ন্যাশনাল লেভেল রেফারি হিসেবে ভারতীয় ক্যারাটে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
চ্যাম্পিয়নশিপের সহযোগী প্রতিষ্ঠান বেদান্ত কলেজের প্রিন্সিপাল ডঃ কীর্তি সিং চুন্দওয়াত অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে। তারা প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও এমন ক্রীড়া উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।সারাদিন ব্যাপী বিভিন্ন বয়সভিত্তিক কাতা ও কুমিতে প্রতিযোগিতায় অংশ নেয় বহু খেলোয়াড়রা। এ বছরের আয়োজন ছিল আরও বৃহত্তর, আরও সুসংগঠিত। ক্যারাটে চর্চায় বাংলার আগ্রহ ও সক্ষমতার প্রমাণ মিলেছে প্রতিটি ইভেন্টে।আয়োজকদের মতে, আগামী বছরে কলকাতা কাপ আরও বড় আকারে, আরও বেশি প্রতিযোগী নিয়ে ফিরে আসবে
