“কাজল শেখ গোষ্ঠী বা অনুব্রত গোষ্ঠী বলে যারা নিজেদের পরিচয় দেন তারা প্রকৃত তৃণমূল করেন না”- বললেন কাজল শেখ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- নানুর বিধানসভার পাপুড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শনিবার বিশেষ কর্মী বৈঠক করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ বৈঠক করেন কাজল শেখ। এদিন পাপুড়ি তৃণমূল কার্যালয়ে বাহিরি, শিঙি, পাঁচশোয়া, ধুপসারা অঞ্চলের সভাপতি বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কর্মীদের নিয়ে এই বিশেষ বৈঠক আয়োজিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন- বঙ্গজননী সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মতো আমরা কাজ করে চলবো।বাংলার উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন দলীয় কর্মীদের। বর্তমান রাজ্য সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে, সেগুলোর কথা এলাকার সাধারণ মানুষদের সামনে তুলে ধরার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিভেদ ভুলে একসাথে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের একটাই নেত্রী, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের একটাই দল, সেটা হলো তৃণমূল কংগ্রেস। এর বাইরে আমাদের আর কোন দল নেই। যারা কাজল শেখ গোষ্ঠী বা অনুব্রত গোষ্ঠী বলে নিজেদের পরিচয় দেয়, তারা প্রকৃত তৃণমূল দল করে না। আমাদের একটাই দল একটাই গ্রুপ সেটা হল তৃণমূল।