কাঞ্চননগরে রাজনৈতিক সংঘর্ষে মার খাচ্ছে নিরীহরা?

Spread the love

সেখ সামসুদ্দিন,

বর্ধমানের লক্ষ্মীপুরমাঠের পর কাঞ্চননগরের বুকুলতলায় অশান্তি। তিনটে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ও একটি ক্লাবঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মী সমর্থক হামলা চালায়। ঘটনাস্থলে র‍্যাফ ও বর্ধমান থানার পুলিশ। আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশি টহলদারি চলছে এলাকায়।
পাশাপাশি বর্ধমানের কাঞ্চননগরের পোদ্দার পাড়ায় ফের অশান্তি শুরু হয়। একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। একজনের হাঁটুতে কোপ মারা হয়।আক্রান্তের নাম শোভন কোনার। জখম শোভন কোনার বলেন কোন দল করেন না। কাজে কাঞ্চননগরে এসেছেন।
কাঞ্চননগরের রথতলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশ জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি ইফতিকার আহম্মদ সহ বেশ কয়েকজনকে আটক করে। ফের উত্তেজনা ছড়ালো বর্ধমানে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভোটপর্ব মেটার পর রাতে বিজেপি কর্মী সমর্থকরা বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে।পাড়ার একটি ক্লাবে হামলা চালায়।এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর মাঠে যায় আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িঘড়গুলো দেখতে যায়।এরপরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে।শুরু হয় লাঠি নিয়ে তারা তারি এবং ইটবৃষ্টি।এদিকে বিজেপি নেতা খোকন সেন বলেন গোটা বর্ধমান শহরে রিভোলভার দিয়ে মানুষকে তারা ভোট দিতে বিরত রেখেছিলো। আমরা আমাদের ক্ষমতা অনুসারে তাদেরকে প্রতিহত করতে পেরেছি। এটাই তৃণমূল কংগ্রেস, বিজেপি তাদের হারের ভয়ে আজকে গোটা বর্ধমান শহরে সন্ত্রাস সৃষ্টি করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *