রাহুল রায়,
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম ও মুলগ্ৰামে গত দুদিন ধরে নিম্নচাপের জেরে শুরু হয়েছিল বৃষ্টি। এতে ধান চাষীদের মাথায় পড়েছে হাত। কাটোয়া ২ব্লকের অধিকাংশ মানুষের জীবিকা হল ধান চাষ। আজকে চাষীরা মাঠে গিয়ে দেখে ধানের জমিতে জল দাঁড়িয়ে আছে। কাটোয়া ২ব্লকের নন্দীগ্রাম ও মুলগ্ৰামের বেশীরভাগ চাষী ধান ঘরে তুলতে পারে নেই, মাঠেই পড়ে রয়েছে ধান। এই বৃষ্টির জন্য ধান চাষের ব্যাপুক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। এমন অবস্থায় নন্দীগ্রাম ও মুলগ্ৰামের চাষীদের মাথায় হাত। তাই আপাতত সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন চাষীরা।