কাটোয়া ও মঙ্গলকোটে পুলিশের ‘পাঠশালা’

Spread the love

শেখ রাজু,

পূর্ব বর্ধমান জেলা পুলিশের পুলিশ সুপারের উদ্যোগে চালু হলো পাঠশালা। সহযোগিতায় মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি ও সরগ্রাম অঞ্চল সভাপতি দেশবন্ধু পাল । ক্লাস ওয়ান থেকে ক্লাস সেভেন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে বিনি পয়সায়। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে গ্রামের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই প্রকল্প চালু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।

মঙ্গলকোট বিধানসভার পুইনি গ্রামে পাঠশালার সূচনা করলেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার কামনাসিস সেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস ও মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, সরগ্রাম অঞ্চল সভাপতি দেশবন্ধু পাল ছাড়াও ছিল আরো অনেকে ।

করোণা আবহাওয়া দরুন শিশুরা অনেকে বই বিমুখ হয়ে পড়েছে। অনলাইনে ক্লাস করা অনেকের পক্ষেই সম্ভব নয় কারণ অনেকেরই মোবাইল ফোন নেই। বিশেষ করে প্রত্যন্ত গ্রামে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ এখন জোগানো অসম্ভব। অনেকে করোণা আবহাওয়ায় কাজ হারিয়ে গ্রামে ফিরে এসেছেন সে কারণেই ভাটা পড়েছে ছেলেমেয়েদের পড়াশোনায় । এই পরিস্থিতিতে এগিয়ে এলেন বর্ধমান জেলা পুলিশ ও মঙ্গলকোট বিধায়ক । এই সমস্ত ছেলে মেয়েদের পড়াবে পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও যারা শিক্ষাদানে উপযুক্ত তারাই । জেলা পুলিশ সুপার কামনাসিস সেনের এই চিন্তাধারা বাস্তবায়িত করার জন্য, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *