কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ,রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রাজনগর বেসিক স্কুলের সংস্কৃতি মঞ্চে রাজনগর কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে রবিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় তিন শতাধিক দুস্থদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতের দাপটে এলাকার বহু মানুষের মধ্যে কষ্ট ভোগের চিত্র পরিলক্ষিত।সেইসমস্ত ব্যাক্তিদের দুরবস্থার কথা ভেবে কাঠ ব্যাবসায়ীদের এরূপ উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়। রাজনগর কাঠ ব্যবসায়ী সমিতির এরূপ মানবিক কর্মের প্রশংসা করেছেন জেলা বন আধিকারিক দেবাশীষ মহিমা প্রসাদ। পাশাপাশি তিনি বন ও বন্য প্রাণীদের রক্ষার আবেদন জানান উপস্থিত সকলের কাছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজানগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু,রাজনগর রেঞ্জার কুদরতে খোদা ও এসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন, রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিত, কাঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক শেখ নাজু, সভাপতি শেখ নিজাম, সমাজসেবী রানা প্রতাপ রায়, মহম্মদ শরীফ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

 
			 
			 
			