কান্না
— দিলীপ রঞ্জন ভাদুড়ী।
বলতে পারো ,মা গো আমার
কার সাথে বলব কথা,
কে শুনবে কাছে বসে
মনের যত ,বুঝবে ব্যাথা।
আসছে পাখি ঝাঁকে ঝাঁকে
বোঝে না যাঁরা আমার ভাষা
জড়িয়ে ধরে,ভালবেসে
যাচ্ছে ফিরে নিজের বাসা।
তাঁদের পাখায় রঙের বাহার
দুচোখে তাঁদের ঝরছে জল,
জানি না তাঁদের হৃদয় মাঝে
কোথায় সেই উৎস স্থল!
উপেনের সেই দুই বিঘে জমি
আর তো তাঁর নিজের নেই,
উপেনের ভয় সিঁদুরে মেঘের
হারিয়ে ফেলেছে মনের খেই।
অচিন দেশের পরিযায়ী যাঁরা
তাঁরা কেন আসে,আর যায়
সর্বহারার শ্মশানে এসে
তাঁরা কি কান্না শুনতে পায়!
— — — —