কামারহাটিতে বসে আঁকো প্রতিযোগিতায় শুভাপ্রসন্ন
শুভ ঘোষ,
“রং তুলি পেন্সিল আর কাগজ, সঙ্গে চাই মগজ” । কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়া ফুটবল ক্লাব এর পরিচালনায় গত ২৯ জানুয়ারি নেতাজি স্মরণে অনুষ্ঠিত হল এক বিশাল আকারের “বসে আঁকো প্রতিযোগিতা।” তিনটি বিভাগের প্রায় তিনশো প্রতিযোগী রং ,তুলি আর পেন্সিলে ক্যানভাস ভরিয়ে দেয় প্রকৃতি,পরিবেশ এবং উপস্থিত বিশেষ অতিথি বিশিষ্ঠ চিত্রকর শুভা প্রসন্ন ভট্টাচার্য র ভাবনাতে উঠে আসে শিশুদের নিজেদের মন মতো ছবি। এদিন সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়,পূর প্রধান গোপাল সাহা এবং ক্লাব সম্পাদক বিশ্বনাথ সেনগুপ্ত ও সহ সম্পাদক সপ্তর্ষি সাহা সকল বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন।
আগামীতে আরো বড় করে পরিকল্পনার কথা বলেন ক্লাব সভাপতি ও পুরপ্রধান গোপাল সাহা।