সেখ রতন
পূর্ব বর্ধমান জেলা সংস্থা ও দোকান কর্মচারী ইউনিয়ন , স্মল স্কেল ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ স্ট্রীট হকার্স ইউনিয়ন সি আই টি ইউ এর যৌথ উদ্যোগে বর্ধমানএর পারকাস রড থেকে কার্জন গেট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয় । পাশাপাশি এসডিও র কাছে 4 দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশনে জমা দেওয়া হয় দিন। মূলত তাদের দাবি অসংগঠিত শ্রমিকদের আগামী ছয় মাসের জন্য সাড়ে সাত হাজার টাকা করে নগদে দিতে হবে, এবং ছয় মাস মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে , পরিযায়ী শ্রমিক যারা কাজ ছাড়া হয়েছেন তাদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে সহ চার দফা দাবি নিয়ে এদের ডেপুটেশন জমা দেয় তারা। উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল সদস্যরা