সেখ সামসুদ্দিন
একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছে নেতা মন্ত্রীরা। এবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার রাতে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কোভিড ১৯ পরিস্থিতিতে লকডাউন চলাকালীন কিংবা আমফানের পরবর্তী সময়, প্রতিনিয়ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিয়মিত নিজে দাঁড়িয়ে থেকে তাঁর বিধানসভা কেন্দ্র পূর্বস্থলীর বিভিন্ন এলাকা স্যানিটাইজ করিয়েছেন। সম্প্রতি কোভিড উপসর্গ দেখা দিলে পরীক্ষার রিপোর্টে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পরই তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এবার তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় পুজোর আয়োজন করলো তৃণমূলের বেশকিছু কর্মী সমর্থক। তারা এদিন কালনা শহরের সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেন। এক কর্মী সমর্থক জানায় যে, খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফের নিজেকে জনগণের কাজে নিয়োজিত করুন এটাই তাদের প্রার্থনা।