কালীপুজো উপলক্ষে কুমারী পুজো সারেঙ্গার বন্দোপাধ্যায় পরিবারের

Spread the love

কালীপুজো উপলক্ষে কুমারী পুজো সারেঙ্গার বন্দোপাধ্যায় পরিবারের

। সাধন মন্ডল বাঁকুড়া:——কালীপুজো উপলক্ষে প্রতিপদ শেষে দ্বিতীয়ার শুভ লগ্নে শাস্ত্র মেনে অনুষ্ঠিত হলো কুমারী পুজো সারেঙ্গার নামাপাড়া বন্দ্যোপাধ্যায় পরিবারের ৩৭০ বছরের পুরানো কালী পুজোতে।জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতির্ব্বিদ ও যোগিনী-সিদ্ধ তান্ত্রিক ডঃ উজ্জ্বল কান্তি সিদ্ধান্ত শাস্ত্রী ও তাঁর সূযোগ্য পুত্র জ্যোতিষ-অলংকার ও তন্ত্রমার্তণ্ড ,পণ্ডিত দীপ্তিমান শাস্ত্রীর উদ্যোগে শ্রী শ্রী রাজেশ্বরী মাতৃমন্দিরে,দক্ষিণ বাঁকুড়ার ৩৭০ বৎসরের প্রাচীন কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো,’তন্ত্রোক্ত কুমারী পূজা’। কুমারী পুজো প্রথা মেনে সম্পূর্ণ করলেন বিশিষ্ট জ্যোতিষ ী সাধক অংশুমান বন্দ্যোপাধ্যায়। এই কুমারী পুজো দেখতে কয়েক হাজার ভক্ত হাজির হয়েছিলেন মন্দির প্রাঙ্গনে। অভিনব এই পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *