কালীপুজো উপলক্ষে বস্ত্র দান ও নরনারায়ন সেবা হিড়বাঁধ থানা পুলিশের

Spread the love

কালীপুজো উপলক্ষে বস্ত্র দান ও নরনারায়ন সেবা হিড়বাঁধ থানা পুলিশের

। সাধন মন্ডল বাঁকুড়া:—–হিড়বাঁধ থানা সার্বজনীন কালী পূজা কমিটির উদ্যোগে আজ দুপুরে এলাকার একশো কুড়ি জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হল। সাথে কয়েক হাজার মানুষকে দুপুরের খিচুড়ি খাওয়ানো হলো। এ উপলক্ষে থানা প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, খাতড়া মহকুমা পুলিশ অধিকারিক ও সার্কেল ইন্সপেক্টর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হিড়বাঁধ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারীক বর্ণালী সাহা।এ ব্যাপারে থানা কালী পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *