কাশীপুর ফ্রেন্ডস ক্লাবের শ্যামাপূজা
বনি সিংহ : হাওড়া দাশনগর কাশীপুর ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় শ্যামাপূজো এ বছর ৪১ তম বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে নরনারায়ন সেবার আয়োজন করা হয় প্রায় দুই হাজার মানুষের জন্য। উপস্থিত ছিলেন বাবুন ব্যানার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ক্লাবের প্রধান উপদেষ্টা অমিত চক্রবর্তী, প্রেমনাথ মেউর, যুগ্ম সভাপতি বৈদ্যনাথ মন্ডল, দিলীপ মাঝি, সহ-সভাপতি বিবস্বান মুখার্জি (বুল), যুগ্ম সম্পাদক বাবু দাস, মুন্না মন্ডল এবং যুগ্ম হিসাব রক্ষক সুজয় আদক (পিঙ্কু) এবং সৌমেন মালিক। শুক্রবার সন্ধ্যায় পুজো উপলক্ষে বিচিত্রানুষ্ঠান ক্লাব প্রাঙ্গনে।
